পোস্টগুলি

জুলাই, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আলোর লুকোচুরি দুপুরে

ছবি
    //  আলোর লুকোচুরি দুপুরে  //  আলোর লুকোচুরি দুপুরে বোলে ছাওয়া আম্রের কুঞ্জে কোন পাখী শিস দেয় সুদূরে আলোর লুকোচুরি দুপুরে।। মন বলে সুখটাই এলো যে কচিপাতা ডাল ভরে দিলসে ভাববেকি তুমি আজ আমাকে ডাকবেকি দিতে সব তোমাকে আলোর লুকোচুরি দুপুরে।। সময়ের ছিলাটাযে ছিঁড়ে যায় ভাবনায় সব ভাষা মেশে তায় কাগজের নাওখানি সাজিয়ে দেব আমি মনটাকে ভাসিয়ে ঢেউ হয়ে জলটুকু উঠলেই কগজের সব লেখা সরবেই আলোর লুকোচুরি দুপুরে আলোর লুকোচুরি দুপুরে বোলে ছাওয়া আম্রের কুঞ্জে কোন পাখী শিস দেয় সুদূরে।।

শ‍্যামলা গাঁয়ের শ‍্যামলা মেয়ে

ছবি
//   শ‍্যা মলা গাঁয়ের শ‍্যামলা মেয়ে // দেখেছি তাকে শ‍্যামলা ছায়ে সোনালি ধানের খামার পাশে কেড়েছে নজর ফিতের ফুলে কুশবরণ কেশে বিনুনী দোলে স্কুলের পথে গ্রামের শেষে। সেই মেয়েটিকে দেখেছি আমি মাঝরাতে আমার পরীর দেশে সুরেলা গলায় গান গেয়ে যায় পাখনা মেলে নীল আকাশে। সেই মেয়েটিকে দেখেছি আমি উঠতি বেলায় দালান দাওয়ায় খুশীর মনে ঝিলিক চোখে ব‍্যস্ত কেবল এক্কা দোক্কায়। সেই মেয়েটিকে দেখেছি আমি জাবর কাটা গাভীর পাশে কচি হাতে দিচ্ছে ভরে চারির কানা খড় ও ঘাসে। সেই মেয়েটিকে দেখেছি আমি ঠেলতে হেঁসেল হাসি মুখে তাকের ওপর রাখতে বাসন খুশীর দোলা রেখে বুকে। সেই মেয়েটিকে দেখেছি আমি দিচ্ছে সাঁতার দীঘি জুড়ে পাতি হাঁসের পাখনা ছুঁয়ে খেলছে শরীর জলে মুড়ে। সেই মেয়েটিকে দেখেছি আমি  শাপলা ফুলের শাপলা পাতায় মুক্ত কেশে মুক্ত বেশে নাইতে কেবল শ্রাবণ ধারায়। সেই মেয়েটিকে দেখেছি আমি  চৈত্র মাসের ঠিক দুপুর বেলায় কুশী হাতে সই এর সাথে আম বাগানে ছায়ার তলায়। সেই মেয়েটিকে দেখেছি আমি  হল যুবতী কিশোরী কেটে চোখ মেলে সে দোসর খোঁজে শাড়ীর আঁচল বুকে সেঁটে। সেই মেয়েটিকে দেখেছি আমি  নববধূ বেশে নত মুখে কুটছে ফুল, কুটছে ডিম, কুটছে পা ন ছাঁদনাতলায় গভীর স

এক রতি রোদ্দুর

ছবি
  //  এক   রতি   রোদ্দুর // এক   রতি   রোদ্দুর , টালির   খাঁজে   খাঁজে   খেলা   করে , চাল   চিরে , চুরি   ক ' রে   উঁকি   মারে , টোল   ভাসা   গালে , উল্কির   ছবি   আঁকে   ৷   এক   রতি   রোদ্দুর , চুম্বনে   তার   শরতের   শিশির , শিউলির   কপালে   কপোলে , ঘড়ির   তালে   তালে , চাল   পেরিয়ে   চালে , নেচে   চলে , এক   রতি   রোদ্দুর   ৷   খেলার   অবসরে , ভাঙা   হাটের   পথে , হেলে   পড়ে   পলাশের   ডালে , ঝুপ   ক ' রে   নেমে   আসা   মেঘ , নিয়ে   যায়   তাকে , নিমেষে   চোখের   আড়ালে   ৷   এক   রতি   রোদ্দুর , চাঁদের   রূপোলি   আলোয় , ফেলে   যায়   রঙীন   সময় , চলার   গতিতে   চলে   এগিয়ে , শ্যামলা   মেয়ে   প্রদীপ   হাতে , প্রণাম   জানায়   ইষ্ট   দেবতাকে   ৷   এক   রতি   রোদ্দুর , মিশাইলের   দোরে   কড়া   নাড়ে , রূপের   ঝলক   আনে   কামানের   পিতলে , যুদ্ধের   ক্ষতে   উত্তপ্ত   প্রলেপ   তার , বারুদের   ঘ্রাণে , পথের   ধারে   সকাল , শিশুর   উলঙ্গ   শরীরে   আঁচ   ঢালে এক   রতি   রোদ্দুর এক   রতি   রোদ্দুর এক   রতি   রোদ্দুর   ৷৷