ইচ্ছে হচ্ছে, ইচ্ছে হোক
// ইচ্ছে হচ্ছে, ইচ্ছে হোক // ইচ্ছে হচ্ছে, ইচ্ছে মত ঘুরব ফিরব, ইচ্ছে হচ্ছে, ইচ্ছে মত উড়বো থামব, ইচ্ছে হচ্ছে, পাঠ নিতে ওদের পাঠশালাতে, পশু, পাখী, গাছগাছালির ভাষা শিখতে, জোৎস্না রাতে চাঁদের ঘরে বাঁধবো বাসা জড়িয়ে গায়ে চাঁদের আলো পুর্ণিমাতে সারাটা রাত কাটিয়ে দেবো দুজনাতে, ইচ্ছে হচ্ছে, ইচ্ছে মত ঘুরব ফিরব, ইচ্ছে হচ্ছে, ইচ্ছে মত উড়বো থামব। ভোরের সূর্য ডাকতে এলে, লজ্জা পাবে, পাখিরা অবাক চোখে দেখবে চেয়ে একে একে, ডালে ডালে বসবে সভা, আসবে সবাই দলে দলে, বুঝবে যখন নিজের মতন, নাচবে তখন দুলে দুলে৷ ঘোমটা টানা ভোরের আলো মেলছে তার ডানা, সদ্যস্নাত খোলাচুলে তার, আটপৌরে আঁচল টানা, আমায় দেখে মিষ্টি গালে মিটি মিটি হাসছে সে যে, হচ্ছে মনে, চিনেছে আমায়, দেখেছে কোন এক দেশে। ঐ শোনা যায়, ডাকছে দূরে, আপন মনে কোকিল ছানা, বইছে নদী, বইছে বাতাস, আপন ধন্দে আপন ছন্দে, হরেক পাখীর হরেক সুর, মিলেমিশে হচ্ছে একাকার ভাসছে কানে ঐকতানের অপূর্ব এক সুর বাহার। নীল আকাশে, মেঘের ভেলা চলেছে ভেসে ভেসে, পেড়িয়ে রাত পেড়িয়ে দিন, দেশ হতে দেশান্তরে, ঠিকানা তাদের নেইতো জানা, বলেনি কেউ কখনো, কখনও সে বৃষ্টি, কখনও সে মেঘ,