শালিক বউ, শালিক বউ
// শালিক বউ, শালিক বউ // সা ত সকালে শালিক বউ, উঠোন জুড়ে নাচছো তুমি, নাড়ছো-চাড়ছো খাচ্ছো ধান, দেখছো তুমি এধার ওধার সা ত সকালে শালিক বউ, উঠোন জুড়ে নাচছো তুমি। শালিক বউ, শালিক বউ, তুমি কি আমায় চিনতে পারো? নাকি, পরপুরুষ ঠাউরে তুমি তফাতে থাকো? মনে পরে, নবান্নে আলাপ তোমাতে আমাতে, বিন্নি ধানের ক্ষেতে ধান কুড়োতে কুড়োতে শীতের সোনালী সকালে মনের সুখে। শালিক বউ, শালিক বউ, মনে কি পরে তোমার তেমন করে, শালুক বাদাড়ে জলার ধারে আমরা, ভর দপুরে নির্জনেতে জোড়ায় বসে, কখনও বা শুকনো মাটির ঘাসের ওপর গা নাচিয়ে নাচতে তুমি আপন ঢংয়ে, খেলার ছলে খুনসুটি তোমার নামটি নিয়ে, মান অভিমান, অভিযোগ , অনুযোগ , অবশেষে মানভঞ্জনে গড়ানো জল তোমার চোখে মুছিয়ে দিতাম আলতো ছোঁয়ায় সোহাগভরে। শালিক বউ, শালিক বউ, তুমি কি আজও একলা থাকো? গড়ালে বিকেল, তুমিও কি ঘ রে ফেরো? বাসা কি তোমার তেমনই আছে যেমন ছিল? ইচ্ছে করে জানতে আমার তোমায় দেখে, কাটছে কেমন এই একলা জীবন থরে থরে? ঝড় বাদলে আজও কি তুমি ভয়ে কাঁপো? জাপটে ধরতে আগবাড়িয়ে আমায় খোঁজো? ঘুম কি তোমার আসে চোখে প্রতিরাতে, আমার কাঁধে মাথা তোমার না নোয়ালে? শালিক বউ, শালিক বউ, সইয়েরা কি তোমায় নিয়